Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
Field Day is celebrated in Tentulia of Panchagarh to increase production of oil crops
Details

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘তিল’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকেলে বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে ২০২২-২০২৩ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অ লের অতিরিক্ত পরিচালক মোঃ শামীম আশরাফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন, তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের দিনাজপুর অ লের মনিটরিং অফিসার এস এম গোলাম সারোয়ার, অতিরিক্ত পরিচালক (শস্য) শাহ আলম মিঞা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন, প্রধান অতিথি শামীম আশরাফ, বিশেষ অতিথি মো. রিয়াজ উদ্দিন, এস এম গোলাম সারোয়ার, অতিরিক্ত পরিচালক (শস্য) শাহ আলম মিঞা, জীবন ইসলাম, আব্দুল মোতালেব প্রমুখ।

মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর এই ইউনিয়নে ১০ একর জমিতে তিল চাষ করেছে চাষিরা। বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হয়। মাঠ দিবস সভার আগে অতিথিবৃন্দ তিল জাত ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন।